পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের উদ্যোগে শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আয়োজিত হলো- খেলোয়াড়দের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, সেমিনার, প্রয়োজনীয় ওষুধ প্রধান, খেলোয়াড়দের ডায়েট, পুষ্টি সম্পর্কে সচেতনতা-সহ বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের শারীরবিদ্যা বিভাগের প্রধান ডঃ ইন্দ্রনীল মান্না, মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ মহুয়া চৌধুরী, মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তথা শালবনী জাগরণের সম্পাদক সন্দীপ সিংহ, কোচ অজিত কর, তাপস ঘোষ এবং স্পোর্টস ফিজিওলজি এবং স্পোর্টস নিউট্রিশনের গবেষকরা।