জে মাহাতো, মেদিনীপুর, ১২ নভেম্বর: করোনা আবহে বাঙালির দুর্গাপূজার পর সামনেই দীপাবলি। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করা হয়েছে। এবারে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এগিয়ে এলো একদল যুবক। বুধবার দুপুরে মেদিনীপুর শহরের নয় নম্বর ওয়ার্ডে একদল যুবক ওয়ার্ডের প্রায় দুশোর বেশি বাড়িতে মাস্ক, প্রদীপ এবং স্যানিটাইজার বিলি করলেন। পাশাপাশি চিনা দ্রব্যের বর্জন ও দেশীয় জিনিসের ব্যবহার বাড়াতে প্রচার করলেন।
আপামর বাঙালি ও অবাঙালীর মধ্যে দীপাবলি একটা বড় উৎসব, আর সেই কারণেই বিভিন্ন ধরনের চিনা আলোতে সেজে উঠে শহর। দেশের প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছেন চিনা দ্রব্য বর্জনের। আর সেই ঘোষণা ধরেই দীপাবলির আগে এলাকার মানুষের কাছে পৌঁছে সেই বার্তা দিলেন এলাকার কিছু যুবক। এই সচেতনতা প্রচার কে সাধুবাদ জানান এলাকার বাসিন্দারা।