শারীরিক হেনস্তা সহ ছাত্রীদের ইসলাম জিন্দাবাদ বলতে বাধ্য করার অভিযোগ একদল মুসলিম যুবকের বিরুদ্ধে

আমাদের ভারত, ২৭ নভেম্বর: স্কুলের হিন্দু ও অন্যান্য অমুসলিম মেয়েদের ইসলাম জিন্দাবাদ স্লোগান দিতে বাধ্য করা সহ শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে একদল মুসলিম যুবকের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের রামগড় জেলার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। জাতীয় শিশুশিক্ষা অধিকার দপ্তর এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। তাঁর কথায় মেয়েদের অধিকারকে সুরক্ষিত করতেই হবে। তিনি লিখেছেন, হিন্দু তথা অন্য অমুসলিম ছাত্রীদের ইসলাম জিন্দাবাদ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। তাদের সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসনকে এফআইআর দায়ের করার জন্য বলা হয়েছে। ছাত্রীদের সুরক্ষার জন্য দুষ্কৃতিদের তাড়াতাড়ি গ্রেপ্তার করতে বলা হয়েছে।

একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী চিতরপুরের আরবি হাই স্কুলে কয়েকজন মুসলিম যুবক আচমকাই ঢুকে পড়ে। এরপর ছাত্রীদের টার্গেট করা হয়। ছাত্রীরা জানিয়েছে, তারা যখন স্কুলে যাচ্ছিল তখন কয়েকজন ছেলে তাদের অশ্লীল ইঙ্গিত করে। এরপর তারা ওই ঘটনার প্রতিবাদ করলে তাদের শ্লীলতাহানি করা হয়। কয়েকজন তাদের উপর হামলা চালায়। এমনকি স্কুলের ভেতরে ঢুকেও হামলা চালানো হয়। ছাত্রীরা জানিয়েছে, ইসলাম জিন্দাবাদ না বললে স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলেও তাদের হুমকি দেওয়া হয়েছে।

এরপর ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি জানিয়েছেন, এই ঘটনায় কড়া ব্যবস্থা নিতে হবে।

এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। ফারহান, রেহান, জাভেদ আরশাদ জিসানরা স্কুলে ঢুকে এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, স্কুলে গিয়ে মেয়েদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *