পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: আর জঙ্গল নয়, এবার খোদ রেলশহর খড়্গপুরে ঢুকে পড়েছে এক পাল হাতি। ঘুম উড়েছে প্রশাসনের। আজ ভোরে জঙ্গল পথে এসে একেবারে খড়্গপুর শহরে প্রবেশ করেছে দলমার দামালরা।
জানা গেছে, খড়গপুর শহরের চাঁদমারি এলাকার স্টেট জেনারেল হাসপাতালের পিছনে রেলের “সিস্টেম টেকনিক্যাল স্কুলে”র সামনের জঙ্গলে রয়েছে হাতিগুলি। উল্লেখ্য, বছর দু’য়েক আগে মেদিনীপুর শহরের মধ্যস্থলে পৌঁছে গিয়েছিল একটি বন্য হাতি। সেই হাতিটিকে শহর থেকে বার করতে প্রশাসনকে বেগ পেতে হয়েছিল। সেই ঘটনার স্মৃতি প্রশাসনিক আধিকারিকদের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে। তবে এখনো হতাহতের কোনও খবর নেই।
ইতিমধ্যেই হাতি তাড়াতে সকাল থেকেই হুলা পার্টিসহ পুলিশি তৎপরতা শুরু হয়েছে। খড়্গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তায় যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে। হাতির দল শহরে ঢোকার জেরে শহরবাসীর মনে আতঙ্ক ছড়িয়েছে।