আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতি। তাদের মূল দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে যারা চুক্তি ভিত্তিক কর্মরত রয়েছেন তাদেরকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিক্ষোকারীদের বক্তব্য এই যে, প্রাপ্য টাকা ছাড়া তারা আর কিছুই পায় না। প্রদীপের তলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে সারাজীবন তাদের কাটাতে হচ্ছে। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষা মন্ত্রী প্রত্যেকের কাছে ডেপুটেশনে দিয়েও কোনও সাড়া পাইনি বলে অভিযোগ তাদের। যেখানে পার্মানেন্ট স্টাফরা কলেজে ১৫ থেকে ১৮ হাজার টাকা মাইনে পায়, সেখানে ক্যাজুয়াল স্টাফরা পায় দুই হাজার টাকা মাইনে। তা সত্ত্বেও তাদের কাজ করতে হয় অনেক বেশি। তাই রাজ্যের বিভিন্ন কলেজের চুক্তি ভিত্তিক কর্মীদের ব্যাপারে যদি মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ নেন, তাহলে তারা উপকৃত হবে বলে তারা জানান।