বাংলা বনধের সমর্থনে বিক্ষোভ দেখাতে গিয়ে উল্টোডাঙায় গ্রেফতার বিজেপির একঝাঁক নেতা, কর্মী এবং বিধায়ক

আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: বিজেপির ডাকে ১২ ঘন্টার বাংলা বনধের সমর্থনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হলেন একঝাঁক নেতা, কর্মী এবং বিধায়ক। উল্টোডাঙ্গায় বিক্ষোভ করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়।

রবিবার পুরভোটের নামে প্রহসন, ছাপ্পাবাজির অভিযোগ তুলে সোমবার বারো ঘন্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি। এই বনধের সমর্থনে আজ উল্টোডাঙ্গা স্টেশনের কাছে ভিআইপি মোড়ে বিজেপির নেতা-নেত্রী এবং বিধায়করা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কিছুক্ষণ চলার পর এই পুলিশ তাদের সরিয়ে দিতে যায় কিন্তু পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত পুলিশ প্রায় ৬০ জন বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। অন্যদিকে, বিধান নগর স্টেশনে বেশকিছু বিজেপি কর্মী সমর্থক পৌঁছে রেললাইনে বসে পড়েন। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দিলে ফের তারা লাইনের উপরে বসে পড়েন। এমনকি লাইনের উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ধৃতদের মধ্যে রয়েছেন বিধায়ক অশোক দিন্দা এবং অগ্নিমিত্রা পাল, কাউন্সিলর সজল ঘোষ এবং মীনা দেবী পুরোহিত, বিজেপি নেতা দেবদত্ত মাজি, কল্যাণ চৌবে।

দেবদত্ত মাজি বলেন, “কাল ভোটের নামে প্রহসন হয়েছে। অবাধে ছাপ্পা, বুথ জ্যাম আর ইভিএমে কারচুপি করা হয়েছে৷ এটা কোনও ভোট নয়। এই ভোট মানা যায় না। ছাপ্পাবাজি এবং ভোট লুঠ করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের একাংশ এসবে সহযোগিতায় করেছে। তাই আমরা বনধের ডাক দিয়েছি। বনধের সমর্থনে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম, তবুও পুলিশ আমাদের গ্রেফতার করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *