গোপীবল্লভপুরে তান্ডব চালাচ্ছে ৫০-৬০টি হাতির দল, সমস্যায় পড়েছেন চাষিরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ সেপ্টেম্বর: হাতির তাণ্ডব অব্যাহত জঙ্গলমহল জুড়ে। সাকাল থেকেই হাতির তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি অঞ্চলের জুনসোলা, রামচন্দ্রপুর এলাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় মঙ্গলবার ভোরে ৪০থেকে ৫০টি হাতির একটি দল ঢুকে পড়ে তান্ডব চালায় ধান জমিতে। এর ফলে প্রায় ৫০-৬০ বিঘা জমির ধানের ক্ষতি করেছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই মুহূর্তে হুলা পার্টি ও বনদপ্তরের কর্মীরা জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই হাতির দলটিকে।

অন্যাদিকে ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় ভান্ডারবিলা, আমতলীয়া সহ একাধিক জায়গায় ধান এবং সবজির ব্যাপক ক্ষতি করে একটি ২০ থেকে ৩০টি হাতির দল। গ্রামবাসীরা সেখান থেকে হাতির দলটিকে জঙ্গলে পাঠিয়ে দেয়।

রামচন্দ্রপুর, জুনসোলা এলাকার বাসিন্দারা বলেন, আমাদের এই এলাকায় সারাদিন ধরে আজ তান্ডব চালাচ্ছে হাতির দলটি, এমনকি ৫০ থেকে ৬০ বিঘা জমির ধানও নষ্ট করেছে হাতিগুলি। কিছুদিন আগেই প্রবল বৃষ্টিতে চাষের অনেক ক্ষতি হয়েছিল। আবার হাতির তান্ডব শুরু হয়েছে এবার কি করবো জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *