বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে একগুচ্ছ অনুষ্ঠান স্টুডেন্টস হেলথ হোমে

আমাদের ভারত, ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরে সংঠকদের নিয়ে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত করল স্টুডেন্টস হেলথ হোম। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশের বেশি ক্লাব, গণসংগঠন, সংস্থা এবং হেলথ হোমের আঞ্চলিক কেন্দ্রের রক্তদান শিবির সংগঠকরা অংশ নেন এই কর্মশালায়।

কর্মশালায় মূলত দুটি বিষয় নিয়ে প্রতিনিধিরা সম্মিলিতভাবে আলোচনা করেন। প্রথম অংশে রক্তদান শিবির সংগঠনে সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রস্তাব পেশ করেন হেলথ হোমের যুগ্ম সম্পাদিকা সুনীতা শ্রীবাস্তব। প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে শিবির নিশ্চয়তার সমস্যা, রক্তদাতা উদ্বুদ্ধকরণের জন্য প্রচার ও প্রশিক্ষণের অভাব, উপহারের বিনিময়ে রক্তদানের বিপদ, রক্ত সংগ্রহ দলের গাফিলতি ও অসহযোগিতা, ব্লাড ব্যাঙ্কে আপদকালীন পরিস্থিতিতে পরিবর্ত রক্তদাতা সংগ্ৰহ ইত্যাদি নানান বিষয়।

রক্তদাতাদের অধিকার রক্ষা ও যথাযথ সম্মান জানানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। এই পর্বে সঞ্চালনা করেন হোমের যুগ্ম সম্পাদক সঞ্জয় ব্যানার্জি। দ্বিতীয় অংশে ‘শক্তিশালী করো সরকারি ব্লাড ব্যাঙ্ক’ শীর্ষক আলোচনায় প্রতিনিধিরা বলেন, সরকারি ব্লাড ব্যাঙ্ক দেশের রেশন ব্যবস্থার মতো সরকারি ব্লাড ব্যাঙ্ক দুর্বল হলে বৃহত্তম অংশের মানুষ বাধ্য হয়ে চড়া দামে বেসরকারি ব্লাড ব্যাঙ্কের পরিসেবা নিতে বাধ্য হবেন। তাছাড়া সরকারি ব্যবস্থায় যেভাবে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, দলমত ইত্যাদি বিভাজনের ঊর্ধ্বে সব নাগরিক সমানভাবে নিরাপদ রক্তের পরিষেবা পান তা অন্য কোনোভাবে সম্ভব নয়।

সরকারি ব্লাড ব্যাঙ্কের বিভিন্ন দুর্বলতাগুলি চিহ্নিত করে তা দূর করতে বিভিন্ন প্রস্তাব উঠে আসে আলোচনায়। সমাজের সব অংশে সচেতনতা গড়ে শিবির সংগঠকরা সম্মিলিতভাবে আরও বেশি স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করবেন সরকারি ব্লাড ব্যাঙ্ককে শক্তিশালী করতে এই প্রত্যয় ব্যক্ত করে শেষ হয় এদিনের কর্মশালা। এই পর্বের প্রস্তাবনা উপস্থাপন করেন হোমের যুগ্ম সম্পাদক চন্দন নস্কর এবং সঞ্চালনা করেন হোমের সহ সভাপতি শ্যামল সাহা।

এদিনের কর্মসূচির উদ্বোধন করে বিশিষ্ট চিকিৎসক ডাঃ স্বরাজ হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম অধিকর্তা, রক্ত নিরাপত্তা-চিকিৎসক ডাঃ গোপাল বিশ্বাস। তিনি এদিন অংশগ্রহণকারীদের নিয়মিত রক্তদানের অঙ্গীকারপত্র পাঠ করান। কর্মশালা শেষে কোভিড ১৯ অতিমারির সময়ে যারা হেলথ হোমের সাথে রক্তদান শিবির সংগঠন করেছিলেন তাদের স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক ডাঃ পবিত্র গোস্বামী, সভাপতি ডাঃ গৌতম মুখোপাধ্যায় এবং কুমারেশ বসু, লুৎফুল আলম, নাজেশ নৌরজ, প্রদীপ সেনগুপ্ত, ডাঃ সুরুপা দাশগুপ্ত, অভয় ঘোষাল সহ অন্যান্য হেলথ হোম নেতৃত্ব। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে হোমের সামগ্রিক কার্যকলাপের ওপর স্বেচ্ছাসেবকদের তৈরি অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী দেখানো হয়। অনুষ্ঠানে হোমের সাধারণ সম্পাদক ডাঃ পবিত্র গোস্বামীর হাতে ২০ হাজার টাকা অনুদান তুলে দেন স্বস্তিকা সেনগুপ্ত।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *