আমাদের ভারত, ৬ ডিসেম্বর: বিজেপি নেতা দেবদত্ত মাজি নেতৃত্বাধীন সংগঠন সিংহবাহিনীর উদ্যোগে শনিবার শৌর্য দিবস উপলক্ষে বিরাট পদযাত্রা হলো কলকাতায়। উপস্থিত ছিলেন সাধুসন্তরা। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ রাজ্যে একদিকে যখন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, তখন অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করেছে। সেখানে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত বিরাট শৌর্য মিছিল অনুষ্ঠিত হয়েছে দেবদত্ত মাজির নেতৃত্বাধীন সংগঠন সিংহবাহিনীর উদ্যোগে।

৬ ডিসেম্বর দিনটি শৌর্য দিবস হিসেবে পালন করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। আজ কলকাতার রাস্তায় শৌর্য দিবস উপলক্ষে বিরাট পদযাত্রা হলো। গেরুয়া পতাকার ঝলকানি ছিল সিমলাস্ট্রিটে। সাধুসন্ত, সিংহ বাহিনীর কর্মী, বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাম- সীতার বিরাট প্ল্যাকার্ড লাগানো ট্যাবলো ছিল মিছিলে। ঢাক- ঢোল, কাসর, ঘন্টা, বাজিয়ে মানুষ এই মিছিলে যোগ দেন। হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিল এই শৌর্য মিছিলে।
বর্ণাঢ্য পদযাত্রায় ব্যান্ড পার্টির সঙ্গে মহিলা ঢাকিদের ঢাকের তাল এক অন্য মাত্রা যোগ করেছিল।

