পাঁশকুড়ায় মাঝরাতে পুড়ে ছাই প্লাস্টিকের জিনিসপত্রের গোডাউন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ অক্টোবর: গতকাল রাতে পুড়ে ছাই হয়ে গেল বাতিল প্লাস্টিক জিনিসের গোডাউন সহ আরো কয়েকটি দোকান। পাঁশকুড়ার জিয়াদার ঘটনা। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত জিনিসপত্র।

গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিয়াদায় কলকাতা-মুম্বাই ৬নম্বর জাতীয় সড়কের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে হঠাৎ করে আগুন লাগে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো গোডাউনের সমস্ত মালপত্র। এই প্লাস্টিক গোডাউনে ফেলে দেওয়া বাতিল প্লাস্টিক সংশোধন করা হতো। পরে কলকাতায় তা বিক্রি করা হতো। ঘটনাস্থলে পাঁশকুড়া থেকে একটি এবং কোলাঘাট থেকে দুটি দমকল এসে আগুন নেভানোর কাজ করে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে পারে দমকলকর্মীরা। আগুনে আশেপাশের কয়েকটি দোকানও পুড়ে গেছে।

প্লাস্টিক গোডাউন কর্তৃপক্ষ জানিয়েছে, যে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকার মালপত্র সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি কিভাব এই আগুন লাগলো। ইতিমধ্যে তদন্তে শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
ভোরবেলা গিয়েও দেখা গেছে প্লাস্টিকের পোড়া স্তুপের মধ্যে ধিক ধিক করে আগুন জ্বলছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেপুলিশ ও দমকল এর পক্ষ থেকে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *