আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ডিসেম্বর:
বিহারে চটুল নাচের অনুষ্ঠানে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল শ্যামনগরের তরুণীর। পরিবার সূত্রে জানা গেছে, মৃতা বছর ১৮’র নন্দিতা দাস। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজীনগর কলোনি।
অভিযোগ, কয়েকদিন আগে নন্দিতাকে চটুল নাচের অনুষ্ঠান করার নাম করে বিহারে সিওয়ান জেলার মাধবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। শ্যামনগর রাহুতার শালবাগানের বাসিন্দা খুশি মজুমদার মিথ্যা বলে তাকে বিহারে নিয়ে গিয়েছিল। অভিযোগ, খুশির সঙ্গে নন্দিতার কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরেই খুশিকে মারধর করার অভিযোগ উঠেছে খুশি ও তার দলবলের বিরুদ্ধে। গত ১লা ডিসেম্বর গভীর রাতে সিওয়ান জেলার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরদিন ২ ডিসেম্বর বিহারে যান মৃতার পরিবার। সেখান থেকে মৃতদেহ শ্যামনগরে বাড়িতে ৩ ডিসেম্বর আনা হয়।
মৃতার পিতা সঞ্জয় দাসের অভিযোগ, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওকে পিটিয়ে মারা হয়েছে। ঘটনাটি জানার পর জগদ্দল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। এরপর ৫ ডিসেম্বর মৃতার পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। জগদ্দল থানার পুলিশ বিহারে গিয়ে ঘটনায় অভিযুক্ত খুশি মজুমদার, সুজিত ঘোষ, অমিত বিশ্বাস-সহ পাঁচজনকে গ্রেপ্তার করে জগদ্দলে আনছে।

