সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ মে: আম কুড়াতে গিয়ে গাছ চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বড়জোড়া থানার ন’পাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম শিল্পা সিংহ (১২)।
স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় বাঁকুড়ার বিভিন্ন এলাকায়।শিল্পাদের বাড়ির সামনে একটি আম গাছ রয়েছে।ঝড়ে বেশ কিছু আম পড়ে। শিল্পা ঝড়ে পড়ে থাকা আম কুড়াচ্ছিল। সেই সময় গাছটি গোঁড়া সমেত উপড়ে পড়ে। তাতে চাপা পড়ে ওই কিশোরী। তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।