স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ সেপ্টেম্বর: কুমির কুমির করে চাঞ্চল্য ছড়ানোর পর অবশেষে গ্রামবাসীদের হাতে যা ধরা পড়ল সেটা একটা ঘড়িয়াল। ঘটনাটি রায়গঞ্জ থানার ভিটিআরের নাগর নদীতে।
আজ সকালে কিছু গ্রামবাসী নদীতে মাছ ধরতে যাওয়ার সময় তারা দেখতে পায় জলের মধ্যে একটা কিছু ভাসছে। এরপর গ্রামবাসীরা একে একে নদীর ধারে জমায়েত হতে থাকে। তারা সেটাকে একটা কুমির ভাবে। পরে গ্রামবাসীরা দড়ি দিয়ে, জাল দিয়ে সেটিকে ডাঙ্গায় তোলে। এরপর তারা বুঝতে পারে সেটা একটা ঘড়িয়াল। স্থানীয় বনদপ্তর দপ্তর কে তারাই খবর দেয়।

জেলা বনাধিকারিক সোমনাথ সরকার জানিয়েছেন, খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। ঘড়িয়ালটিকে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে রাখা হবে।সেখানে চিকিৎসা করে রাজ্য বনদপ্তরের নির্দেশে ঘড়িয়ালটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে।


