স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ আগস্ট: চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াভয় অগ্নিকান্ড। নদিয়ার রানাঘাটের আনুলিয়ার সারদা পল্লীর ঘটনা। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানের অন্যান্য সামগ্রী।

স্থানীয়রা প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগালেও কিছুক্ষণের মধ্যেই রানাঘাট দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে ছুটে আসে রানাঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে ওঠে। আটকে পড়ে রানাঘাট থেকে কল্যাণী যাবার রাস্তা। এই ঘটনায় দোকানের ভেতর থেকে দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়।

তবে পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক ভাবে অনুমান গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি ঘটে।ক্ষয় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

