আমাদের ভারত, শিলিগুড়ি, ২৬ অক্টোবর: পিকআপ গাড়ি নিয়ে তেল চুরি করতে এসে গাড়ি ফেলে পালিয়ে গেল চোরের দল। মঙ্গলবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায় রাস্তার পাশেই দাঁড় করানো ছিল একটি ১৪ চাকার লরি। এদিন গভীর রাতে একটি পিকআপ গাড়ি নিয়ে তেল চুরি করতে এসেছিল চোরের দল। সেই সময় গাড়িতেই শুয়েছিলেন লরির সহকারি চালক। গাড়ির তেল চুরি হচ্ছ টের পেতেই গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল।
জানাগেছে, একই রাতে এরকম দুটি গাড়িতে হানা দিয়েছে ওই চোরের দল।বুধবার সকালে এই খবর জানাজানি হতে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সহদেব রায় জানান, দীর্ঘদিন ধরে ফুলবাড়ির বিভিন্ন এলাকায় চুরির ঘটনা লেগেই রয়েছে। ফুলবাড়িতে ই-রিক্সা চুরির ঘটনা তো প্রায় ঘটছে। তার উপরে কখনো গাড়ি থেকে ব্যাটারি তো কখনো গাড়ির তেল চুরি হচ্ছে। এই চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। গ্রামবাসীদের স্বস্তির জন্য এলাকায় রাতে পুলিশের বিশেষ নজরদারির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।