পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শালবনী ব্লকের কর্ণগড় অঞ্চলের কুতুরিয়া জুনিয়ার হাই স্কুলের উদ্যোগে স্থাপিত হল রানী শিরোমণির পূর্ণবয়ব মূর্তি (রানী শিরোমনির প্রয়াণ দিবস আজ ২ রা অশ্বিন)। একই সাথে সুন্দর বিদ্যালয় ভবনের উদ্বোধন হল আজ। মূর্তিটি উন্মোচন করেন জেলাশাসক আয়েশা রানী। এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কর্ণগড় থেকে মেদিনীপুর শহর পরিক্রমণ করে। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি, শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঊষা কুন্ডু, এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, কুতুরিয়া জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক ও উৎসব কমিটির যুগ্ম সম্পাদক অরুণাংশু দে, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব, কবি ও সাহিত্যিকগণ।