স্বরূপনগরে মদের আসরে দুই বন্ধুর হাতে বন্ধু খুন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ ডিসেম্বর: মদের আসরে বন্ধুর হাতে বন্ধু খুন। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া খালপাড়ার ঘটনা।

জানাগেছে, নিহত বছর ৩৫ এর সমীরণ বিশ্বাস পেশায় সাইকেলের মিস্ত্রি ছিলেন। শুক্রবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মদের আসর বসায় এলাকাতেই। সেখানে মদ খাওয়া নিয়ে প্রথমে বচসা, গন্ডগোল ও মারধর হয়। একসময় সমীরণের মাথায় বাঁশের বাড়ি মেরে সোনাই নদীর খালের কচুরিপানা মধ্যে মৃতদেহ গায়েব করে রেখেছিল দুই বন্ধু।

শুক্রবার সারারাত খোঁজাখুঁজি করছিল মৃতের পরিবার। শনিবার সকালে চারিদিকে খোঁজাখুঁজি করতে দেখা যায় কিছু টাটকা রক্ত পড়ে আছে কয়েক জায়গায়। পরে দেখা যায় সোনাই নদীর খালের কচুরিপানা মধ্য সমীরনের মৃতদেহ লুকানো রয়েছে। কি জন্য খুন করল, কেনই বা খুন করলো বন্ধুরা সেটা নিয়েই ধন্দে আছে। মৃতের স্ত্রী বিথীকা বিশ্বাসের বলেন, আমার স্বামীকে মদ খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে যায়, তারপরে ওকে আমরা খোঁজাখুঁজি করলে আর খুঁজে পাই না। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্বরূপনগর থানার পুলিশ ইতিমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শুধুই মদ খাওয়া নিয়ে গণ্ডগোল না পুরনো শত্রুতার জের না ব্যবসা সংক্রান্ত ঝামেলা তার তদন্ত করছে পুলিশ। কচুরিপানার মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *