পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ ডিসেম্বর: ঝাড়গ্রাম রেলস্টেশন সংলগ্ন একটি স্পঞ্জ আয়রন কারখানার কয়লা খালি করতে এসে লাইনচ্যুত হলো কয়লা বোঝাই মালগড়ির একটি বগি। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কয়লা বোঝাই মাল গাড়িটি কয়লা খালি করার জন্য ঝাড়গ্রাম রেল স্টেশনের দিক থেকে রেক লাইনে ব্যাকে লাগানো হচ্ছিল। সেই সময় মাল গাড়ির একটি বগি রেলের ট্র্যাক থেকে সরে যায়। ফলে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মালগাড়ি থেকে বগিটির কাপলিং জয়েন্ট খুলে আলাদা করা হয়। কয়লা খালি না করে মাল গাড়িটি ঝাড়গ্রাম স্টেশনে ফিরে যায়।
যদিও ঘটনা প্রসঙ্গে রেলের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, রেক লাইনটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রেল লাইনের বহু জায়গায় নাট-বল নেই। যার ফলে মাল গাড়ির ওজনের চাপে লাইন ফাঁক হয়ে গাড়িটি লাইনচ্যুত হয়।

