পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গোলাড় সুশীলা বিদ্যাপীঠের উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনের ক্রীড়া, সাংস্কৃতিক ও রক্তদান উৎসব। তিন মাইল দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়।চার দিন ধরে চলে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কর্মসূচি। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক, ঝুমুর গান, হাস্যকৌতুক, লোকসঙ্গীত, কথাবলা পুতুল, ম্যাজিক, কুইজ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়। চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল এই কর্মসূচির অংশ।
নাটকের মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার শেষ দিনে অনুষ্ঠিত হয় রক্তদান উৎসব এবং মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এদিনের রক্তদান উৎসবে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া। এদিনের রক্তদান উৎসবে ৪৭ জন মহিলা সহ মোট ১৩৭ জন রক্তদান করেন। এদিনের রক্তদান উৎসব ঘিরে মহিলাদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।স্ব-সহায়ক দলের ৭ জন মহিলা রক্তদান করেন।

এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কেশপুর থানার ওসি দেবাশিষ দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম, তিন প্রধান শিক্ষক নারায়ণ চৌধুরী, অলিপ ঘোষ, হাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষক জগন্নাথ খান, বিষ্ণুপদ দে অভিষেক দে, অরূপ মাইতি, প্রাক্তন প্রধান শিক্ষক সুদন চন্দ্র মাহাত, শক্তিবাহিনী মিঃ ঋষিকান্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সমগ্র কর্মসূচিটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া।

