আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৮ জানুয়ারি: ফের বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম বরুন বালা মণ্ডল(৩২)। দিন চারেক আগে ঝড়খালির ৩ নম্বর গ্রাম থেকে সুন্দরবনের নদী এবং খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরার জন্য গিয়েছিলেন বরুন। সাথে ছিল বরুণের বাবা ও আরএক ভাই।
সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ যখন তারা ছেঁড়া মাতলার জঙ্গলের কাছে মাছ, কাঁকড়া ধরছিলেন তখনই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে বরুণের উপর। বরুণের সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে পথেই মৃত্যু হয় এই যুবকের। আজ মঙ্গলবার ভোরে বরুণের দেহ এসে পৌঁছয় ঝড়খালিতে। আর এই যুবকের মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।