আমাদের ভারত, হুগলী, ২২ এপ্রিল: পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে আজ সন্ধ্যায় একটি হোসিয়ারি গোডাউনে আগুন লাগে। মুহূর্তে ভয়ঙ্কর চেহারা নেয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে আরোও দুটি গাড়ি নিয়ে আসা হয় আগুন নেভাতে।
বন্ধ হোসিয়ারি গোডাউনে কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পাড়ার লোকজন সন্ধ্যাবেলা আগুন দেখতে পেয়ে গোডাউন মালিকদের খবর দেন। গোডাউনের পিছনে মালিকের বাড়ি। কিন্তু তাঁরা প্রথমে আগুন দেখতে পাননি। পরে যখন বুঝতে পারেন তখন আর বেরোতে পারেননি। পুলিশ ও দমকল এসে পিছন দিকের পাঁচিল ভেঙ্গে বাড়ির লোকজনকে উদ্ধার করে।
স্থানীয় মানুষের মতে প্রচুর পরিমানে কাপড় মজুদ থাকায় আগুল নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অবধি আগুন জ্বলছে।