স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ: এই প্রথম কৃষ্ণনগর শহরের কয়েকজন যুবক মিলে তৃতীয় লিঙ্গদের জীবনী নিয়ে “৩৭৭” নামে একটি ফিচার ফ্লিম তৈরি করলো। আগামী কিছু দিনের মধ্যেই সেই ফ্লিম বিভিন্ন সিমেনা হলে মুক্তি পেতে চলেছে। সেই ফ্লিমের একটি ট্রেলার লঞ্চ করলো তারা কৃষ্ণনগরে। ইতিমধ্যেই সেই সিনেমাটি সেন্সারে পাশ করে নিয়ে এসেছে। তার পরই তারা সেই সিনেমার ট্রেলার লঞ্চ করেছে বলে জানিয়েছে সিনেমার পরিচালক তন্ময় বিশ্বাস।
এই গল্পে দেখানো হয়েছে দুই বান্ধবী অনামিকা ও টিয়ার কিভাবে সমাজের নানান সমস্যার সাথে লড়াই। তারা দু’জনে একই সাথে থেকে দুজন দুই পথে হেঁটে চলেছে। একজন জীবনে কিভাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই উদ্দেশ্যে তার লড়াই চালিয়ে যাচ্ছে, আর আরেকজন সমাজে চলতে গিয়ে দেহ ব্যবসার সাথে যুক্ত হয়ে পড়ে। এদের মধ্যে একজন এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু তাঁর সেই ভালোবাসার শেষ পরিণতি কী হবে? আরেক বান্ধবী কী দেহব্যবসার থেকে নিজেকে সরিয়ে আনতে পারবে? সেই নিয়ে গল্পের নানান মোড় রয়েছে।
পরিচালক তন্ময় বিশ্বাস বলেন, “আমার সিনেমা বানানোর ইচ্ছা বহু দিনের। এর আগেও আমি কয়েকটি ছোট মুভি বানিয়েছি। একটি একটি মুভি করে আমি পুরস্কারও পেয়েছি। এই “৩৭৭” গল্পটি লিখেছে প্রীতম বিশ্বাস, অভিনয়ে আছে প্রীতম, রবীন্দ্র, আশীস, আরো অনেকেই। এই জেলার বিভিন্ন এলাকা ও জেলার বাইরেও কিছু এলালাতে এর সুটিং হয়েছে। সিনেমার সাথে যারা জড়িত তাদের সকলের বিশ্বাস এই সিনেমা দর্শকদের মন কাড়বে”।