পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: শিবরাত্রির দিন সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল এক চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। আহত চালকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায়।
ঘটনায় জানা যায়, বেলদা- কাঁথি রাজ্য সড়ক ধরে বেলদার দিক থেকে খাকুড়দার দিকে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার। আর ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ খাকুড়দা থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বেলদা কাঁথি রাজ্য সড়কের ঠাকুরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় আহত হন দুটি গাড়ির চালক সহ বাসের বেশকিছু যাত্রী। এদের মধ্যে এক চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। গুরুতর আহত বাস চালক সহ আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।
অপরদিকে এই ঘটনায় বেলদা- কাঁথি রাজ্য সড়কের ঠাকুরচক এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, বেলদা- কাঁথি রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে চলছে সম্প্রসারণ ও সংস্কারের কাজ। এর ফলে প্রতিনিয়ত ঝু্ঁকি বহুল ভাবে চলছে যাতায়াত। ওই নির্মীয়মান রাস্তার ওপর দিয়ে ছোট-বড় যানবাহন অনিয়ন্ত্রিতভাবে যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনা। তবে এদিনের এই ঘটনায় দুটি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ।