সরস্বতী ঠাকুর তৈরিতে ব্যস্ত মছলন্দপুরের প্রতিবন্ধী ছাত্র সায়ন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ ফেব্রুয়ারি: আর একদিন পরেই সরস্বতী পুজো। ঠাকুর তৈরিতে ব্যস্ত একাদশ শ্রেণির ছাত্র সায়ন মোদক। ইচ্ছা আর্ট কলেজে পড়াশোনার। তাই যখন যে পুজো হয় তখন সেই ঠাকুর তৈরি করে নিজেই বাড়িতে পুজো করে।

উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা সায়ন। ছোট থেকেই প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে সে।
গোবরডাঙ্গা থানার মছলন্দপুর সাহাপাড়ার প্রতিবন্ধী কিশোর সায়ন মোদক রাজবল্লভপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। তার ইচ্ছা আর্ট কলেজে পড়া। ছোট থেকেই প্রতিবন্ধী হওয়ায় সোজা ভাবে হাঁটাচলা করতে পারে না। পড়াশোনার পাশাপাশি হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকে সায়ন। দুর্গা, কালী ও সরস্বতী পুজোর সময় নিজের হাতেই তৈরি করে মূর্তি। নিজের ঘরে নিজেই পুরোহিত হিসাবে পুজো করে প্রতিটা পুজোর সময়।

টিভি ও মোবাইল দেখে ইচ্ছা জাগে প্রতিমা তৈরির। এ বছর করোনা বলে ছোট করেই সরস্বতী প্রতিমা তৈরি করেছে। আর একদিন পরেই সরস্বতী পুজো। তারই শেষ প্রস্তুতি দেখা গেল সায়নের বাড়িতে। এই সরস্বতী প্রতিমা তৈরি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছে কাঠ, বিচুলি, পেরেক, পাটকাঠি, রং, কাপড় ইত্যাদি। প্রতিমা করতে সময় লেগেছে প্রায় এক মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *