আমাদের ভারত, ১৬ আগস্ট: স্বেচ্ছাসেবী সংস্থা সুমাঙ্গ আয়োজিত প্রায় ১৫০ জন অটিস্টিক বাচ্চাদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার শমিত চট্টরাজ, সঙ্গে শীলা ভট্টাচার্য।
আমির খানের একটা সিনেমার বিখ্যাত সংলাপ আছে, “সবাই নিজের মত করে নর্মাল। সেই কথাকে নাড়া দিয়ে সুমাঙ্গ আয়োজিত প্রায় ১৫০ জন অটিস্টিক বাচ্চাকে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারা তাদের মায়েদের সঙ্গে নানা অনুষ্ঠান করলো, প্রকাশ পেল আসিস্টিক বাচ্চাদের প্রতিভা।