আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ জুলাই: বুধবার রাতে সাত সদস্যের প্রতিনিধি দল বহরমপুর সার্কিট হাউসে এসে উপস্থিত হয়। মূলত বিজেপির অভিযোগের ভিত্তিতে ভোট পরবর্তী হিংসা ক্ষতিয়ে দেখতে মুর্শিদাবাদ জেলাতে আসে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুরে সার্কিট হাউসে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সাথে দেখা করতে যান মুর্শিদাবাদ জেলার বিজেপি নেতৃত্বরা। ভোটের পরবর্তীতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তা ক্ষতিয়ে দেখবে ওই প্রতিনিধি দল।
কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা জানান, আমরা বহরমপুর সার্কিট হাউসে উপস্থিত ছিলাম এবং প্রায় একশো জনের অভিযোগ নিয়েছি। নির্বাচন পরবর্তী সময়ে যে সন্ত্রাস তৈরি হয়েছে সেই সব অভিযোগ আমরা শুনেছি এবং সমস্ত কিছু ভিডিওগ্রাফি করেছি। তবে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের উপর অনেক ক্ষোভ আছে সাধারণ মানুষের তা বোঝা গেল এবং পুলিশের উপর অনেক মানুষের ভয় আছে যার ফলে অনেক মানুষ আমাদের কাছে এসে পৌছাননি এবং অভিযোগ করতে পারেননি। আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া আপনাদের কর্তব্য এবং সাধারণ মানুষের উপর কোনও হামলা হলে তার দায় নিতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকে বলে কড়া হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের ওই প্রতিনিধি দল।

