পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের তিন নম্বর আমশোল গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন ঝাড়গ্রাম থেকে আগত ৩৫ জনের একটি প্রতিনিধি দল। শুক্রবার ওই প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কাজ খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, ব্লক মৎস্য আধিকারিক ফটিক গড়াই, পঞ্চায়েত কর্মচারী চন্দন ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা।