স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ ফেব্রুয়ারি: এক তরুণীকে কুপিয়ে খুনের ঘটনার একদিন পরে উদ্ধার হল অভিযুক্ত যুবকের ঝুলন্ত দেহ। গত বুধবার চাকদহ ব্লকের দুবরা পঞ্চায়েতের খামারপাড়া এলাকায় মায়ের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ানোর কারণে খুন হতে হয় লিপিকা মন্ডল (১৮) নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। খুনের পর লিপিকার মা সুন্দরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।
ঘটনার পর অভিযুক্ত যুবক সুজিত বিশ্বাস পালিয়ে যায়। এরপর চাকদহ থানার পুলিশ সুজিতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। এর পরেই শুক্রবার খামারপাড়ার পাশের একটি গ্রাম গুপিনগরের একটি বাঁশ বাগান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কল্যাণী পুলিশ মর্গে।

