সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ ডিসেম্বর: ডাকাতি করতে এসে পুলিশের হাতে পাকড়াও এক ডাকাত। গতকাল গভীর রাতে তালডাংরা থানার আমডাংরা গ্ৰামে এই ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ থেকে আগত এই ডাকাত দলটি তালডাংরা থানার আমডাংরা বাজারে একটি সোনার দোকানে হানা দেয়। যন্ত্রের সাহায্যে দেওয়াল কাটার কাজ চালানোর সময় পুলিশের তাড়া খেয়ে দলের বাকি সদস্যরা পালিয়ে গেলেও এক ডাকাতকে ধরে ফেলে আমডাংরা ফাঁড়ির পুলিশ।তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজ ফায়ার আর্মস, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে দেওয়াল কাটার যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।
ধৃত ডাকাত ধারা সিং উত্তরপ্রদেশের বদায়ুন জেলার কাদের চকের বাসিন্দা বলে পুলিশি জেরায় স্বীকার করে। পুলিশ জানায় তালডাংরা, বিষ্ণুপুর লাগোয়া এলাকায় কিছু অপরিচিত ব্যক্তির আনাগোনার খবর পেয়ে পুলিশি নাকা চেকিং জোরদার করা হয়।আমডাংরা বাজারে একটি সোনার দোকান ভাঙ্গার চেষ্টা করে ডাকাত দলটি।সেই সময় পুলিশ তাদের তাড়া করে। পুলিশের তাড়া খেয়ে দলটি পালাতে সমর্থ হলেও এক জন ধরা পড়ে। তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।বাকিদের খোঁজে তল্লাশি চলছে।