গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ জানুয়ারি: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো তারকেশ্বর থানার পুলিশ। তারকেশ্বর থানার আজতারা এলাকা থেকে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে ও একটি ট্রাক ড্রাইভারকে পিস্তল দেখিয়ে কয়েক হাজার টাকা ছিনতাই করে তিন দুষ্কৃতি। এই ঘটনায় তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। তদন্ত নেমে গতকাল রাতে তারকেশ্বরের চড়কতলা এলাকা থেকে একটি বন্দুক ও দু’ রাউন্ড গুলিসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। দুষ্কৃতির নাম অতনু মাইতি। এই দুষ্কৃতী একাধিকবার চুরি ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছে। পুলিশি হেফাজতে চেয়ে তাকে চন্দননগর আদালতে পাঠানো হয়।

