couple returned, traditional religion, ২৫ বছর পর ফের সনাতন ধর্মে ফিরে আবদুল্লাহ হলেন শিবপ্রসাদ ও ফাতিমা হলেন কবিতা

আমাদের ভারত, ২২ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের ফতেপুরের হাতগাম থানা এলাকার আধারি গ্রামে এক মুসলিম দম্পতি সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তারা জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে বেনারসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এখন তারা আবার সনাতন ধর্মে ফিরলেন। যজ্ঞ ও পুজো পাঠ করে আব্দুল্লাহ হয়েছেন শিবপ্রসাদ ও ফাতিমা হয়েছে কবিতা।

ওই দম্পতি জানিয়েছেন, ২৫ বছর আগে কাজের জন্য বেনারসে গিয়েছিলেন। সেখানে তারা এক মুসলিম পরিবারের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সময় তাদের পরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই দম্পতি।

কিন্তু এবার তারা সনাতন ধর্মে ফিরলেন। ছয় মাস আগে তারা আধারি গ্রামে বাড়ি তৈরি করেন। সেই সময় হিন্দু সংগঠনের লোকেদের সঙ্গে যোগাযোগ হয় তাদের। তখন তাদের কাছেই নিজেদের পুরো ঘটনা খুলে বলেন ওই দম্পতি। এরপর হিন্দু সংগঠনের লোকেদের উপস্থিতিতে বাড়িতে যজ্ঞ পুজো পাঠ করে তারা সনাতন ধর্ম গ্রহণ করেন।

হিন্দু ধর্মে ফেরার পর শিবপ্রসাদ ও কবিতাকে নিরাপত্তা ও সহায়তা করার কথা বলা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ওই দম্পতি যা করেছেন স্বেচ্ছায় করেছেন। এই ব্যাপারে কোনো চাপ তাদের দেওয়া হয়নি। শুধু পুজো পাঠ করার ব্যবস্থা তারা করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *