আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: শিলিগুড়ির পর এবার হাবড়া থানায় অভিযোগ দায়ের বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। ‘আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায় কে জড়িয়ে ধরতাম’–একসময়ের তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার এধরনের মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতারা। সোমবার সন্ধ্যায় এই কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুপম হাজরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাবড়া থানায় অনুপম হাজরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সিতাংশু দাস। তিনি বলেন, যে কুরুচিকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা, তাতে তাঁর কঠোর শাস্তি চাইছি আমরা। অশ্লীল মন্তব্য করেছেন অনুপম । পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”