Swami Pranabanandaji, Manmathpur, মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে প্রণবানন্দের বেশে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ জানুয়ারি:
দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে গভীর ভক্তি, আধ্যাত্মিক আবহ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস।

এই উপলক্ষে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে প্রণব মন্দির পর্যন্ত এক অভিনব ও তাৎপর্যপূর্ণ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে ১৩১ জন ছাত্রছাত্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের বেশে সজ্জিত হয়ে অংশ নেয়।
রঙিন পোশাক, তিলক ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত খুদে ছাত্র- ছাত্রীরা এই শোভাযাত্রার মাধ্যমে একদিকে যেমন মহান সন্ন্যাসীর জীবনাদর্শকে তুলে ধরেছে, তেমনি বর্তমান যুগের অবক্ষয়ের বিরুদ্ধে নৈতিক ও মানবিক শক্তির প্রয়োজনীয়তার বার্তাও দিয়েছে। শিশুদের এই সৃজনশীল ও ভাবগম্ভীর উপস্থাপনা উপস্থিত দর্শক ও ভক্তদের গভীরভাবে নাড়া দেয়।

শোভাযাত্রা শেষে প্রণব মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি প্রদর্শনী। সেখানে ভারত সেবাশ্রম সঙ্ঘের দশটি বর্ণময় কর্মধারা— জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, তীর্থসংস্কার ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ড চিত্র ও মডেলের মাধ্যমে তুলে ধরেন প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র- ছাত্রীরা। এর মাধ্যমে শিশুদের মধ্যেই স্বামী প্রণবানন্দজীর আদর্শ ও সেবামূলক দর্শনের বীজ বপনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সঙ্ঘের কর্মকাণ্ডকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কাছে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবন ও কর্মের সঙ্গে পরিচয় করানো এবং বর্তমান যুগের প্রয়োজন অনুযায়ী নৈতিকতা, শুদ্ধতা ও মানবিকতার প্রকৃত শক্তিকে প্রতিষ্ঠা করা। আয়োজকদের মতে, নকল ও ভোগবাদী সংস্কৃতির বিপরীতে সত্যিকারের আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধই পরিবার ও সমাজকে শক্তিশালী করে তোলে।

সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে মন্মথপুর প্রণব মন্দির কর্তৃপক্ষ। সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে রীতি মেনে শ্রীশ্রী গুরু মহারাজের আগমনকে গুরুত্ব দিয়ে দেবত্বে বরণ, পূজা-আরতি ও ভোগ নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি হয়। ভক্তদের উপস্থিতিতে প্রণব মন্দির প্রাঙ্গণ এক পবিত্র ও আনন্দময় আবহে ভরে ওঠে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে বিধি মেনে আয়োজন করা হবে ১১তম প্রণব রথযাত্রা। ওই দিন দুপুর ২টো থেকে এই রথযাত্রা শুরু হবে, যা মন্মথপুর এলাকায় এক বৃহৎ আধ্যাত্মিক উৎসবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনদর্শন ও সেবামূলক আদর্শকে সামনে রেখে মন্মথপুরের এই আয়োজন শুধু এক স্মরণোৎসব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে মানবসেবা ও আধ্যাত্মিকতার বীজ বপনের এক মহৎ প্রয়াস হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *