অড়হর ডালের উপর তেরঙ্গা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল বাগনানের কলেজ পড়ুয়া

আমাদের ভারত, হাওড়া, ৪ সেপ্টেম্বর: মাত্র ৪৫ সেকেন্ডে অড়হর ডালের উপর তেরঙ্গা একে তার উপরে জয় হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল বাগনান কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র রূপজিত শাসমল। বৃহস্পতিবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে কলেজপড়ুয়াকে মেডেল শংসাপত্র ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের একটি বই পাঠানো হয়েছে।

জানাগেছে, বাগনানের পাতিনান গ্রামের বাসিন্দা রূপজিত শাসমল একটি ছোট অড়হর ডালের উপর গেরুয়া সাদা সবুজ রং করে তার উপরে জয় হিন্দ লেখে। সময় নেয় মাত্র ৪৫ সেকেন্ড। গত মার্চ মাসে রূপজিৎ তার এই শিল্পকলা ইন্ডিয়া বুক অব রেকর্ডসের সদর দপ্তরে পাঠায়। ২৫ মার্চ সংস্থার পক্ষ থেকে কলেজ পড়ুয়ার এই শিল্পকলাকে স্বীকৃতি দেওয়া হয়। আর তারপরেই বৃহস্পতিবার ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পক্ষ থেকে ডাক মারফৎ সমস্ত জিনিস বাগনানে পাঠানো হয়।

রূপজিৎ জানায় ৫ বছর বয়স থেকে সে আঁকার প্রশিক্ষণ নিচ্ছে। যদিও পরবর্তী সময়ে তাই মাইক্রো পেইন্টিংয়ের উপর ঝোঁক বাড়ে। গত কয়েকমাস যাবৎ মাইক্রো পেইন্টিংয়ের উপরে জোর দেওয়ার পর আজ তার এই স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *