সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মার্চ: কলেজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার স্টেশন রোডে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠেছে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও কী করে ট্রাকটি বনগাঁর জনবহুল শহরে ঢুকে পড়ল ? কোথায় ছিল পুলিশি নিরাপত্তা? ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ সূত্রের খবর, বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা সুস্মিতা ঘোষ (২০)। ছোটবেলা থেকেই তিনি বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা মামা সঞ্জয় ভদ্রের বাড়িতে থাকতেন। গোবরডাঙা হিন্দু কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন সুস্মিতা। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে মামার বাড়ি শক্তিগড় থেকে সাইকেল চেপে ট্রেন ধরবে বলে বাড়ি থেকে বের হয় গোবরডাঙা কলেজে যাওয়ার উদ্দেশ্যে। বনগাঁ স্টেশন রোডে ওঠার পর আচমকাই একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় জখম হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন সুস্মিতা। স্থানীয়রাই তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুস্মিতার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা সহ পরিবারের সবাই। তৃতীয় বর্ষের এই ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ট্রাকটিকে আটক করে বনগাঁ থানার পুলিশ। স্থানীয় পথ চলতি মানুষের অভিযোগ, এতো জনবহুল এলাকায় কী করে ট্রাক ঢোকে। পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

