ইসলামপুরে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি বোমা, প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মার্চ: রাজনৈতিক বিবাদের জেরে চলল গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা এলাকা। শাসকদলের দু’পক্ষের মধ্যে ক্ষমতাদখল নিয়ে এই বিবাদ বলে জানা গিয়েছে স্থানীয়সুত্রে। মৃতের নাম সাকিব আখতার।

স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই সাহানাবাজ আলম ও মেহেবুব আলমের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। মেহেবুব আলম মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকাবাসীদের দাবি, শাহনওয়াজ আলম বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী। অন্যদিকে মেহবুব আলম তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালার অনুগামী। এনিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। বুধবার সন্ধ্যে থেকেও ফের উভয়পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। বিবাদ চলাকালীন রাতে শাহনওয়াজের বাড়িতে প্রধান মেহেবুব আলম ও তার লোকজনেরা হামলা চালায় বলে অভিযোগ। চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় শাহনওয়াজের ভাই সাকিব আকতারের, যিনি একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। পুলিশের সামনেই গন্ডগোল চলছিল বলে দাবি স্থানীয়দের।

ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এলাকার উত্তেজনা নিয়ন্ত্রণে বসানো হয়েছে পুলিশ পিকেট।

অন্যদিকে, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেখানে সংবাদ মাধ্যমের সামনেই পুলিশ ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হুসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।এমনকী ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনায় যথাযথ পদক্ষেপ গৃহীত না হলে বিধায়ক পদ ইস্তফা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক করিম সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *