পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ারের।
প্রশাসন সূত্রে জানাগেছে, শনিবার রাতে গাজন দেখতে চন্দ্রকোনায় এসেছিল গোয়ালতোড় থানার কুসুম ডহরি এলাকার খোকন আহির। বয়স ২৯ বছর। গোয়ালতোড় থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। চন্দ্রকোনায় গাজন উৎসব দেখতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া। দেহ নিয়ে আসা হয় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে। ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে দেহ পাঠানো হয়।