স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ মার্চ: রাস্তা পার হতে গিয়ে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। আহত হয় আরো এক জন। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ইটাহার থানার চেকপোস্ট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম লতু মার্ডি। জানা গিয়েছে, লতু মার্ডি তার দাদাকে নিয়ে বাড়ি থেকে জিনিস কিনতে দোকানে গিয়েছিল। দোকান থেকে জিনিস কিনে ৩৪ নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময় রায়গঞ্জ মুখী একটি বেসরকারি বাস তাদের ধাক্কা মারলে ঘটনাস্থেই মৃত্যু হয় লতু মার্ডির। গুরুতর আহত হয় তার দাদা শুভ মার্ডি। তাকে উদ্ধার করে প্রথমে ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে ও শারীরিক অবস্থা অবনতি হলে পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। বাসটিকে আটক করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।