আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: লাদাখে আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পুলিশে কর্মরত কনস্টেবল শ্যামাপদ দাসের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দিল কনফেডারেশন অব পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রি। অ্যাডিশনাল এসপি অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত (এডাম) প্রমুখের সামনে চেকটি তুলে দেন মেম্বারশিপ ডেভেলপমেন্ট কমিটির জয়েন্ট সেক্রেটারি নীলাদ্রি ব্যানার্জি, সহ-সম্পাদক এডি বর্মন এবং সম্পাদক চন্দন রায়।