কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই বছর প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে ঘাটাল থানাতে।
আজ শনিবার ঘাটাল থানায় পুজো কমিটির কর্মকর্তাদের এই চেক দেওয়া শুরু হল। তবে করোনা পরিস্থিতির জন্য একদিনে সব পুজো কমিটিকে চেক দেওয়া হচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই এই চেক দেওয়া চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দিচ্ছেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই কাজ চলছে বলে ঘাটাল থানা সূত্রে জানা গিয়েছে। আজ প্রায় ৭১টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি দেবাংশু ভৌমিক।