সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ ডিসেম্বর: দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সমস্ত পরিবারকে আর্থিক নিরাপত্তার লক্ষ্যে ডাক বিমা যোজনায় অন্তর্ভুক্ত করতে আজ বাঁকুড়া প্রধান ডাকঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক বিমা যোজনা বিমা মেলা নামক এই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ বিভাগের পোস্ট মাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলি সহ ডাক বিভাগের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

শ্রী গাঙ্গুলি বলেন, দেশের মানুষকে কেন্দ্রীয় সরকারের আর্থিক নিরাপত্তা বলয়ে আনতে ডাক বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। ডাক বিভাগের লক্ষ্য দেশের প্রতিটি পরিবারকে অন্তত একটা বীমা যোজনায় অন্তর্ভুক্ত করা। প্রান্তিক মানুষের সঞ্চয় করা অর্থ সুরক্ষিত রাখতে ডাক বিভাগ সচেষ্ট, আর সেই লক্ষ্যে ডাক বিমা যোজনা চালু করা হয়েছে। তাদের এই লক্ষ্য পূরণে ডাক বিমা যোজনায় যুক্ত কর্মীরা কাজ করে চলেছেন। এদিন বীমা যোজনায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য নিয়োজিত ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।


