আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ৪ মার্চ: “শীতলকুচি কাণ্ডে সিবিআই তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে। মনে রাখবেন, ওই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে রাজ্যের সর্বোচ্চ মাথার বিরুদ্ধে।” বৃহস্পতিবার দুবরাজপুরে একথা বলেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।
এদিন সকালে দুবরাজপুরের পাহাড়েস্বর শিব মন্দিরে পুজো দেন দেবাশিসবাবু। সেখানেই চায়ে পে চর্চায় মিলিত হন স্থানীয়দের সঙ্গে। সেখান থেকে সোজা চলে যান খয়রাশোলে। সেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। দুপুরে চুড়র ইসকন মন্দির এবং পাঁচড়া গীতা ভবন দর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হলে শীতলকুচি প্রসঙ্গ উঠে আসে। বুধবার তারাপীঠ এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বীরভূমের বিজেপি প্রার্থীর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। এদিন কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শীতলকুচি নিয়ে বিজেপি প্রার্থীর সমালোচনা করেন।
এ প্রসঙ্গে দেবাশিসবাবু বলেন, “শীতলকুচিতে কী হয়েছে সেটা অনেকেই জানেন। তাছাড়া ঘটনাস্থলে আমি ছিলাম না। আমি গুলি চালানোর নির্দেশও দিইনি। সিআইডি তদন্ত চালিয়েছে। আমার বিন্দুমাত্র দোষ থাকলে আমি আজ দুবরাজপুরে বসে থাকতে পারতাম না। এখনো অনেক রহস্য উন্মোচন হয়নি। হাইকোর্টে শুনানি চলছে। সিবিআই তদন্ত হলে সমস্ত ঘটনা উন্মোচন হবে। মনে রাখবেন এই ঘটনার সঙ্গে রাজ্যের সর্বোচ্চ মাথার বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে”।