জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট:
বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের গিরিধারী চক এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। জানাগেছে, গ্যাস সিলিন্ডার ভর্তি লরিটি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কেরানিচটি থেকে ধর্মার দিকে যাওয়ার সময় গিরিধারী চকের কাছে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও কোতোয়ালি থানার পুলিশ।
জানাগেছে, প্রবল বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি লরিটি উল্টে যায়। ঘটনার কিছুক্ষণ পর ক্রেন দিয়ে লরিটি তোলা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।