স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ নভেম্বর: প্রাথমিক বিদ্যালয় চত্বরেই রাতভর চলল চটুল নাঁচের আসর। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের চটুল নাচের আসর বসল তা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১২নং বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, দুর্গা পুজোর সময় এলাকার মানুষ বিদ্যালয় ব্যবহারের জন্য চাবি নিয়েছিলেন। তারপর আর সেই চাবি নেওয়া হয়নি। গতকাল বিদ্যালয় চত্বরেই সারারাত এধরনের গানের আসর হয়েছে বলে তিনি জেনেছেন।
জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, বিদ্যালয় ব্যবহারের জন্য তিনি এবং চেয়ারম্যানের কাছে আবেদন করতে হয়। তারা এধরনের কোনও অনুমতিই দেননি। অনুমতি ছাড়া কিভাবে বিদ্যালয়ে এধরনের আসর বসল তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।
রায়গঞ্জ ব্লকের তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়। প্রতিবছর দুর্গাপুজোর সময় স্থানীয় মানুষ বিদ্যালয় ব্যবহার করার জন্য প্রধান শিক্ষকের কাছে চাবি চেয়ে নেন। দুর্গাপুজো, কালী পুজো শেষ হবার পর পুজো উদ্যোক্তারা বিদ্যালয়ের চাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ফিরিয়ে দেন। প্রতিবছরের মত এবারেও বিদ্যালয়ের চাবি পুজো উদ্যোক্তারা নিলেও আজ পর্যন্ত বিদ্যালয়ের চাবি ফিরিয়ে দেওয়া হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুজো উদ্যোক্তাদের কাছে বিদ্যালয়ের গেটের চাবি চাইলেও চাবি ফেরত পাননি। গতকাল রাতে সেই বিদ্যালয় চত্বরে রাতভর চলে চটুল নাচের আসর। যা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বেশ্বর বর্মন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে এধরনের আসর হয়েছে বলে তিনি জেনেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের আসর করে স্থানীয় মানুষ ঠিক কাজ করেননি। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত বলেন, অবর বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন। বিদ্যালয় ব্যবহারের অনুমতি ডিআই, চেয়ারম্যান ছাড়া অন্য কেউ দিতে পারেন না। কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি পেল তা নিয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যারা শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের আসর বসিয়েছিল প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনগত ভাবে ডিআইয়ের কাছে দাবি জানাবেন।
অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে চটুল নাচের আসরের রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব। যারা শিক্ষা প্রতিষ্ঠানে এই চটুল নাচের আসর বসিয়েছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।