স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর: ভর সন্ধ্যায় প্রকাশ্যে শুট আউট। গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়।
জানাগিয়েছে, ওই ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তার বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। এদিন সন্ধ্যেয় বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলি লাগে তার গলায়। আচমকা প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে, পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ব্যবসা নিয়ে পুরনো শত্রুতার জেরে ওই ব্যবসায়ীর প্রাক্তন পার্টনার রিপন দাস তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ এনেছে ব্যবসায়ীর স্ত্রী রিঙ্কি দেবনাথ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।