পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ইঞ্জিন ভ্যানের পেছনে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস। ঘটনায় গুরুতর আহত হন ওই ইঞ্জিন ভ্যানের চালক। সেইসঙ্গে বেশ কয়েকজন বাস যাত্রীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বেলদা সুপার
স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে।
ঘটনায় জানা যায়, দিঘা- জামশেদপুর নামে একটি সুপারফাস্ট যাত্রী বোঝাই বাস বেলদা- কাঁথি রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় ঠাকুরচকের কাছে সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ইঞ্জিন ভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় বেলদা- কাঁথি রাজ্য সড়কের ঠাকুরচক এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। বাসটিকে আটক করার পাশাপাশি পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।