পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জানুয়ারি: পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লো পর্যটক বোঝাই বাস। আহত অনেকে, দুজনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের মকরামপুর এলাকায়।
ঘটনায় জানা যায় আজ সাত সকালে পুরুলিয়া থেকে দীঘার উদ্দেশ্যে যাওয়ার সময় মকরামপুরে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এই পর্যটক বোঝাই বাসটি। এর ফলে বাসের মধ্যে থাকা যাত্রীরা আহত হন। বাসটিতে প্রায় ৫০ জন পর্যটক ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার ফলে আহত পর্যটকদের স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় মকরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে এক মহিলা ও এক পুরুষ যাত্রীর অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তারা। তবে সাত সকালে পর্যটক বোঝাই বাসের এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।