সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর ঘট ও প্রতিমা বিসর্জন দিতে গিয়ে জলে ডুবে এক বালকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বড়জোড়ার উড়োন পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় টোটো চালক ধনঞ্জয় বিশ্বাস বাড়িতে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে। আজ পুজো ও দধিকর্মা সেরে ধনঞ্জয় বাবু টোটো নিয়ে বেড়িয়ে যায়। যাবার সময় ছেলেকে ঘট ও প্রতিমা বিসর্জন করতে বলে যায়। ৯ বছরের বালক ধৃতিশ মহা আনন্দে স্হানীয় বিদ্যাপুকুরে বিসর্জন করতে যায়।বিসর্জন দিতে গিয়ে সে কোনও ভাবে পুকুরের জলে পড়ে গিয়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।পুকুরে গিয়ে দেখেন ধৃতিশের দেহ জলে ভাসছে। সঙ্গে সঙ্গে স্হানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
একমাত্র পুত্রের এই মর্মান্তিক পরিণতিতে নিথর হয়ে যায় ধনঞ্জয় ও তার স্ত্রী। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।