পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: মেদিনীপুরের মোহনপুর ব্রিজে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আহত আরো এক। মৃত বাইক আরোহীর নাম অসীম দাস এবং আহত হয়েছেন নির্মল পাল নামে এক বাইক আরোহী।
জানাগেছে, খড়্গপুরের বাসিন্দা, নির্মল পাল ও অসীম দাস নামে দুই ব্যক্তি বাইকে করে মেদিনীপুর যাওয়ার পথে মোহনপুর ব্রিজের উপর পেছনদিক থেকে একটি লরি তাদের ধাক্কা মারলে দু’জনই গুরুতর আহত হয়। দু’জনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অসীম দাস নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। নির্মল পাল নামে অপর বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই পলাতক লরির চালক। ঘটনাস্থলে পুলিশ।
জানাগেছে, নির্মল পাল নামে বাইক আরোহীকে মেদিনীপুরে ডায়ালিসিস করানোর জন্য নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

