আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জানুয়ারি: দ্রুত গতিতে আসা অ্যাম্বুল্যান্সের নিচে আটকে গেল পথ চলতি এক সাইকেল আরোহী। স্থানীয়রা ছুটে এসে সাইকেল আরোহী যুবককে উদ্ধার করে। সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পরেই
অ্যাম্বুল্যান্সে থাকা রোগীকে রেখে পালিয়ে যায় গাড়ির চালক। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের ব্যস্ততম কদমতলা মোড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সাইকেলে থাকা যুবক, দাবি স্থানীয়দের। ট্রাফিক পুলিশ জখম সাইকেল চালককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, এ দিন কদমতলা থেকে রোগী নিয়ে হলদিবাড়ির রাস্তার দিকে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সেদিকে সাইকেলে করে যাচ্ছিল ওই যুবক। অ্যাম্বুল্যান্সটি সাইকেলে থাকা যুবককে ধাক্কা দিলে পড়ে যায় সে। চলন্ত গাড়ির নীচে ঢুকে পড়ে সাইকেল ও সাইকেলে চালক যুবক। প্রায় কুড়ি হাত দূরে গিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক।
ট্রাফিক পুলিশ জানায়, জখম যুবকের নাম দেবব্রত দাস, শহরের মহামায়া পাড়ার বাসিন্দা। অ্যাম্বুল্যান্সটি বাজেয়াপ্ত করে চালকের খোঁজ শুরু করল পুলিশ।
প্রত্যক্ষদর্শী অনন্ত বর্মণ বলেন, “সাইকেল অ্যাম্বুল্যান্সের নিচে চলে যায়। সাইকেল চালক যুবকও অ্যাম্বুল্যান্সের নিচে চলে যায়। সাইকেল ভেঙ্গে গিয়েছে। এদিকে পালিয়ে যায় অ্যাম্বুল্যান্স চালক। স্থানীয়রা এসে যুবককে উদ্ধার করে।”
আরও প্রত্যক্ষদর্শী অজয় সাহা বলেন, “প্রাণে বেঁচে গেল যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।”

